Blog
বর্তমান পৃথিবীতে সবচেয়ে লোভনীয় বেতনের চাকরির সুযোগ যে কয়েকটি সেক্টরে রয়েছে, এনিমেশন সেক্টর এগুলোর মাঝে অন্যতম। আর সেটা যদি হয় থ্রিডি এনিমেশন তাহলেতো কথায় নেই।
কারন একজন থ্রিডি এনিমেটর এনিমেশন ডিজাইন সফটওয়্যারের মাধ্যমে ভিডিও, সিনেমা ও গেমসহ বিভিন্ন ডিজিটাল অ্যাপ্লিকেশনের জন্য এনিমেশন ও গ্রাফিকস তৈরি করেন। যেখানে প্রত্যাশার চেয়ে আয়ের সুযোগ অনেক বেশি।
🟣 একজন থ্রিডি এনিমেটর কাজের ধরনঃ
🔷 এনিমেশন ও গ্রাফিকস তৈরির জন্য প্রাথমিক পরিকল্পনা তৈরি করা।
🔷 পরিকল্পনা অনুযায়ী কোন কাহিনীর দৃশ্য ও চরিত্রসহ প্রয়োজনীয় বিষয়বস্তুর বাস্তবসম্মত মডেল বানানো।
🔷 কাহিনীর সাথে মিল রেখে দৃশ্য ও চরিত্রগুলোকে অ্যানিমেটেড করা।
🔷 প্রজেক্ট এনিমেশনের মান উন্নয়ন করা।
🔷 আবার, ইন্ডাস্ট্রিভেদে থ্রিডি এনিমেটরের দায়িত্ব আলাদা হয়। যেমন, গেম ডেভেলপমেন্টে আপনাকে এমন এনিমেশন তৈরি করতে হবে যাতে প্লেয়ারের সিদ্ধান্ত অনুযায়ী এনিমেশনে তাৎক্ষণিক পরিবর্তন আসে।
🔵 একজন থ্রিডি এনিমেটরের যে সকল সফটওয়্যার ব্যবহারের দক্ষতা থাকা আবশ্যক। যেমনঃ
🔷 Autodesk 3ds Max
🔷 Autodesk Maya
🔷 Blender
🔷 Cinema 4D
🔷 V-Ray
🔷 Adobe After Effects
🔷 Adobe Premiere etc.
🔵 থ্রিডি এনিমেটরদের কাজের ক্ষেত্রঃ
✅ বিভিন্ন প্রোডাকশন হাউস
✅ টেলিভিশন মিডিয়া
✅ গেম ডেভেলপমেন্ট কোম্পানি
✅ মাল্টিমিডিয়া হাউস
✅ অ্যাডভার্টাইজমেন্ট ফার্ম
✅ ফ্রিল্যান্সিং…
🟠 থ্রিডি এনিমেটরদের আয়ঃ
সাধারণত একজন থ্রিডি এনিমেটর কাজের শুরুতে মাসে ৩০,০০০ –৩৫,০০০ টাকা বেতন পেয়ে থাকেন। অভিজ্ঞতার সাথে সাথে বেতন বাড়তে থাকবে। এ পেশায় দক্ষতা থাকলে মাসে লক্ষাধিক টাকা উপার্জন করা সম্ভব।
বিস্তারিত জানতেঃ
Call / WhatsApp: 01713493233, 01713493187
অথবা আপনার নাম্বার শেয়ার করুন।
🎯 ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি)
ড্যাফোডিল প্লাজা, ৪/২ সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা-১২০৭।
🔴 অনলাইন/অফলাইন* এডুকেশন প্লাটফর্মে ক্লাস অনুষ্ঠিত হবে।
🔴 ৩টি শিফটে (সকাল/বিকাল/সান্ধ্যকালীন) ক্লাসের ব্যবস্থা।

Comments

Comments are closed.