Blog
🔵 বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে আয়োজিত CBT&A (Competency Based Training & Assessment) যেখানে স্কিল বেসড পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হলে আপনি পাবেন আন্তর্জাতিক ভাবে স্বীকৃত সার্টিফিকেট। এই সার্টিফিকেট অর্জন করতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত CBT&A অ্যাসেসমেন্ট সেন্টার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) এ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। যারা নিজ উদ্যোগে আইটি সেক্টরে প্রশিক্ষণ নিয়েছেন অথবা অনলাইনে শিখে কর্মক্ষেত্রে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন কিন্তু কোন সার্টিফিকেট নেই তারা সকলেই পরীক্ষাতে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।
🔵 ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন (আরটিও) হিসেবে কম্পিটেন্সি বেজড ট্রেনিং এবং এসেসমেন্ট পরিচালনা করার জন্য জাতীয় কারিগরি ও বৃত্তিমূলক যােগ্যতা কাঠামাে (NTVQF), কারিগরি শিক্ষা বোর্ড এর অনুমোদন পেয়েছে।
মাত্র ২০০০ টাকায় যে সব Occupations এর উপর পরীক্ষা দেওয়া যাবে যে সব বিষয়ের উপর-
🔴 Creative Graphic Design [National Skill Certificate Level 02 & 03]
🔴 Professional Web Development [National Skill Certificate Level 04 & 05]
🔴 Professional Digital Marketing [National Skill Certificate Level 04 & 05]
🔴 Search Engine Optimization for Freelancing [National Skill Certificate Level 04]
🟢 CBT & A Certification কেন গুরুত্বপূর্ণ?
✍️ আপনি আপনার দক্ষতা উপর আন্তর্জাতিকমানের সার্টিফিকেট পেতে পারেন।
✍️ চাকুরীক্ষেত্রে বিশেষ সুবিধা পেতে পারেন।
✍️ সরকারী উদ্যোগে বিভিন্ন প্রজেক্টের কাজে আপনার অগ্রাধিকার রয়েছে।
✍️ সরকারী বিভিন্ন ট্রেনিং এ আপনি ট্রেইনার হিসেবে অগ্রাধিকার পাবেন।
✍️ শুধুমাত্র চাকুরী ক্ষেত্রে নয় আপনি সামাজিকভাবেও আপনার অবস্থান দৃঢ় হবে।
🟢 আবেদন কারা করতে পারবেন?
☑ যারা স্ব-উদ্যোগে কম্পিউটার শিখেছেন।
☑ যাদের গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারনা আছে।
☑ আঞ্চলিক / স্থানীয় প্রতিষ্ঠানে কম্পিউটার শিখেছেন কিন্তু সনদপ্রাপ্ত নন।
☑ দক্ষ কিন্তু চাকুরীক্ষেত্রে সুবিধা বঞ্চিত।
☑ কম্পিউটার জ্ঞানকে কাজে লাগিয়ে আত্মকর্ম সংস্থানের প্রচেষ্টা।
বিস্তারিত জানতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন:
🏠 যোগাযোগে: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি),
ড্যাফোডিল প্লাজা, ৪/২ সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা-১২০৭
ফোনঃ ৯১৩৪৬৯৫, ০১৭১৩৪৯৩২৩৩ এবং০১৭১৩৪৯৩১৮৭