Blog

বর্তমান তথ্য প্রযুক্তিরএই বিশ্বয়ানের যুগে একটি চ্যালেঞ্জিং ও যুগোপযোগী পেশা হচ্ছে  হার্ডওয়্যার ও নেটওয়ার্ক_ইঞ্জিনিয়ারিং। এ পেশায় যেমন রয়েছে উচ্চ মর্যাদা,আকর্ষণীয় বেতন ঠিক তেমনি রয়েছে ক্যারিয়ারের শীর্ষে উঠার সুযোগ। আর সবচাইতে মজার কথা হল, আধুনিক বর্তমান বিশ্বে যে সকল চাকরির চাহিদা সবচেয়ে বেশি বা ভবিষ্যতেও সবচেয়ে বেশি থাকবে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো হার্ডওয়্যার ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং।

🔵 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং

একজন নেটওয়ার্ক এডমিন শুধুমাত্র এইটি কম্পিউটার নেটওয়ার্কই দেখভালের কাজটিই করে থাকেন না, বরঞ্চ নেটওয়ার্কের রক্ষণাবেক্ষণর কাজটি অর্থাৎ তার প্রতিষ্ঠানের কম্পিউটার নেটওয়ার্কে নিরাপত্তা ব্যবস্থার নজরদারি, নেটওয়ার্কে কোনো দুর্বলতা রয়েছে কিনা, নিয়মিত সেটি পরীক্ষা করে দেখা এবং নিরাপত্তা দুর্বলতা পাওয়া গেলে তার সমাধান করে থাকেন।

বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, কর্পোরেট অফিস, ব্যাংক-বীমা, টেলিকম কোম্পানী সহ চোট-বড় যে কোন প্রতিষ্ঠানই যেখানে অন্তত ১০ টি বা তার অধিক কম্পিউটার রয়েছে সেখানেই রয়েছে হার্ডওয়্যার ও নেটওয়ার্ক টেকনোলজিতে ক্যারিয়ার গড়ার সুযোগ। অনেক প্রতিষ্ঠানে আবার নেটওয়ার্কিংয়ের জন্যই রয়েছে আলাদা বিভাগ।

🟢 হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং

কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স (নতুন এবং পুরাতন কম্পিউটার সেটিং করার কৌশল): কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হতে হলে এই কোর্সের তুলনা নাই । কম্পিউটার এর যাবতীয় কাজ শেখার পাশাপাশি যদি হার্ডওয়্যার কোর্সটি শিখে রাখা যায়,তবে কম্পিউটারে কাজ করতে আরও সহজ হবে । হার্ডওয়্যার শেখা থাকলে COMPUTER ASSEMBLING থেকে শুরু করে কম্পিউটার এর যে কোন ত্রুটি থাকলে সহজেই সমাধান করা সম্ভব ।

বাংলাদেশে হার্ডওয়্যার ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় সিসিএনএ, এমটিসিএনএ, এমাসিএসএ সম্পন্ন করেছেন, এমন ব্যক্তিদের। তারা সাধারণত শুরুর দিকে ৪০-৫০ হাজার টাকা বেতন পেলেও অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতন লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে।

🔵 যেখানে পড়বেন:

এ বিষয়ে সবথেকে প্রাকটিক্যাল কাজ ভালোভাবে শিখতে হলে কোন সফটওয়্যার বা আইটি ট্রেনিং সেন্টারে ভর্তি হতে পারেন। কেননা ট্রেনিং সেন্টারগুলো প্রাকটিক্যাল এবং স্থানীয় ও আন্তর্জাতিক মার্কেটগুলোর চাহিদা অনুযায়ী প্রশিক্ষণার্থীকে দক্ষ করে তোলে।এক্ষেত্রে সবচেয়ে ভালো দেশের শীর্ষ আইটি প্রশিক্ষণ প্রদানকারি প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি)।

 যোগাযোগে: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি)
🏠 ড্যাফোডিল প্লাজা, ৪/২ সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা-১২০৭
ফোনঃ ৯১৩৪৬৯৫, ০১৭১৩৪৯৩২৩৩ এবং০১৭১৩৪৯৩১৮৭