Blog

গতানুগতিক শিক্ষা নিয়ে অধিকাংশ ডিগ্রিধারীই কর্মক্ষেত্রে প্রবেশ থেকে বঞ্চিত হচ্ছে। তাই কর্মমুখী শিক্ষার প্রয়োজনীয়তা জরুরি হয়ে পড়েছে। তা না হলে কর্মবিমুখ শিক্ষার্থীরা বিপথে যেতে বাধ্য হতে পারে। কর্মমুখী শিক্ষার লক্ষ্যেই ঢাকার লেকসার্কাস কলাবাগানস্থ দীপ্তি বিজনেস ম্যানেজমেন্ট কলেজ প্রতিষ্ঠিত। হিসাবরক্ষণ ও কম্পিউটার অপারেশন বিষয়ে প্রি-বিবিএ প্রোগ্রাম চালু আছে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানটিতে। মেয়াদ দুই বছর অর্থাৎ ১ বছরে দুই সেমিস্টারে প্রোগ্রামটি সম্পন্ন করা যায়। সাধারণ এইচএসসির চেয়ে প্রি-বিবিএ নামে পরিচিত এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষা অধিকতর কর্মমুখী। প্রি-বিবিএ শেষে বিবিএ বা কম্পিউটারে অনার্স ও মাস্টার্স ডিগ্রি করার পরপরই কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানটিতে রয়েছে অধ্যয়নকালীন ভালো রেজাল্টের উপর বৃত্তির সুযোগ, ল্যাব ও হোস্টেল সুবিধা। ভোকেশনাল ও উন্মুক্তসহ যেকোনো বিভাগে এসএসসি ও সমমান উত্তীর্ণরা প্রোগ্রামটিতে ভর্তির যোগ্যতা রাখে। বিস্তারিত ০১৭১৩৪৯৩২৩৩ ডায়াল করতে পারেন। বর্তমানে ভর্তি সেশন চলছে। ৬৪/৬ লেক সার্কাসের প্রতিষ্ঠানটিতে রয়েছে পড়াশোনার সুন্দর মনোরম পরিবেশ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।