ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটিতে (ডিআইআইটি) তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রফেশনাল প্রশিণ প্রদানের মাধ্যমে দেশের শিতি বেকার যুবক-যুবমহিলাদের দ জনবল হিসেবে গড়ে তুলতে এক বছরমেয়াদি নিচের প্রফেশনাল কোর্সে জুন সেশনে সীমিতসংখ্যক আসনে ছাত্রছাত্রী ভর্তি চলছে। কোর্সগুলো হলোÑ হার্ডওয়্যার ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, ওয়েব অ্যান্ড ই-কমার্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড ভিজুয়াল এফএক্স। প্রতি বছর চারটি সেশনে (মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর) এবং তিনটি শিফটে (সকাল/বিকেল/সান্ধ্যকালীন) এই ডিপ্লোমা প্রোগ্রামগুলোতে ভর্তি নেয়া হয়। আইটি সেক্টরের বিভিন্ন ধরনের বিশেষায়িত শাখা যেমনÑ হার্ডওয়্যার মেইনটেন্যান্স, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, সিসিএনপি, উইন্ডোজ সার্ভার বারো, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডেটাবেজ ম্যানেজমেন্ট, জুমলা ওয়ার্ডপ্রেস, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি, সিসিএনএ, লিনাক্স, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভলপমেন্ট, আউটসোর্সিং প্রভৃতি সেক্টরই সম্ভাবনাময়, কিন্তু দরকার বিশেষায়িত দতা ও বাস্তবমুখী শিার প্রায়োগিক মতা। কিন্তু আমাদের দেশে বাস্তবমুখী শিা গ্রহণের জন্য পর্যাপ্তসংখ্যক দ ও মানসম্মত শিাপ্রতিষ্ঠানের অভাবই এ েেত্র প্রধান অন্তরায় হয়ে দেখা দিয়েছে। এ েেত্র সাফল্যের সাথে শত শত শিার্থীকে প্রফেশনাল প্রশিণ দিয়েছে ডিআইআইটি। ডিআইআইটি পরিচালিত কোর্সগুলো সম্পূর্ণভাবে ব্যবহারিক কাসভিত্তিক যা সার্টিফাইড প্রফেশনাল প্রশিকদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। কোর্সগুলোর বৈশিষ্ট্য হচ্ছে, কোর্স শেষে বাধ্যতামূলক রিয়েল লাইফ প্রজেক্ট ওয়ার্ক ও এক থেকে তিন মাসমেয়াদি ইন্টার্নশিপ, যা একজন শিার্থীকে হাতে-কলমে কাজ শিখতে সাহায্য করে। এ ছাড়া রয়েছে প্রশিকদের সার্বণিক ও সার্বিক তত্ত্বাবধানে নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্স সমাপ্তি, পরীা গ্রহণ ও ফলাফল মূল্যায়নের নিশ্চয়তা। নিয়মিত থিওরি কাসের সাথে পর্যাপ্ত প্র্যাকটিক্যাল কাস ও মান নিয়ন্ত্রণের কারণে এখান থেকে পাসকৃত ছাত্রছাত্রীদের কর্মজীবনে সফলতার হার শতভাগ। এখান থেকে পাসকৃত ছাত্রছাত্রীরা ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডিআইআইটি কর্তৃক যৌথ সনদ লাভ করে থাকে। এ ছাড়া রয়েছে নিজস্ব জব পোর্টালের মাধ্যমে চাকরির সহায়তা। এখানে কর্মব্যস্তদের জন্য রয়েছে সান্ধ্যকালীন কাসের ব্যবস্থা। ডিআইআইটি পরিচালিত বিভিন্ন প্রশিণ কোর্সে দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের ড্যাফোডিল ফাউন্ডেশন বৃত্তি দিয়ে থাকে। ন্যূনতম এসএসসি পাস যেকোনো বয়সের যেকেউ এই কোর্সগুলোতে ভর্তি হতে পারবে।
যোগাযোগ :
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি),
ড্যাফোডিল প্লাজা, ৪/২ সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা-১২০৭।
ফোন: ০১৭১-৩৪৯৩২৩৩