বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কে কাজে লাগানোর জন্য প্রয়োজন দক্ষতা ও উন্নত প্রশিক্ষণ। পাশাপাশি যারা ইতোমধ্যে নিজ উদ্দ্যোগে বিভিন্ন বিষয়ে নিজেদের দক্ষতা উন্নয়ন করেছে তাদের জন্য প্রয়োজন সরকার স্বীকৃতি সার্টিফিকেশন, যার মাধ্যমে তারা নির্দিষ্ট সেক্টেরে নিজেদের কাজের দক্ষতা ও যোগ্যতা প্রমাণ করতে পারে।
বর্তমান বিশ্বে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালিয়েশিয়া এমনকি আমাদের পাশের দেশ ভারতের কর্মীরা আমাদের থেকে বেশি বেতন পাচ্ছে শুধুমাত্র তাদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ গ্রহণ ও সরকার স্বীকৃত ফ্রেমওয়ার্ক এর মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ ও সার্টিফাইড হওয়ার কারনে ।
সেজন্যই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড NTVQF এর সহায়তায় ন্যাশনাল স্কিল সার্টিফিকেট ফ্রেইমওয়ার্কের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিটি সেক্টরে আগ্রহীদের দক্ষতা উন্নয়ন ও সার্টিফিকেশন এর উদ্যোগ নিয়েছে ।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন (RTO) হিসেবে কম্পিটেন্সি বেজড ট্রেনিং এবং এসেসমেন্ট পরিচালনা করার জন্য জাতীয় কারিগরি ও বৃত্তিমূলক যােগ্যতা কাঠামাে (এনটিভিকিউএফ), বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অনুমোদন পেয়েছে।
কেন আপনি NTVQF এর আওতায় অকুপেশন ভিত্তিক CBT&A কার্যক্রম অংশ নিবেন-
✅ দক্ষতার লেভেল অনুযায়ী সরকার স্বীকৃতি সার্টিফিকেট পাওয়ার সুযোগ।
✅ পৃথীবির যেকোনো প্রান্ত থেকে অনলাইনে সহজেই এই সার্টিফিকেট ভেরিফাই করা যায় ।
✅ আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ফ্রেমওয়ার্ক ও সার্টিফিকেশন প্রোগ্রাম ।
✅ দেশে-বিদেশে নিজের দক্ষতা অনুযায়ী কাঙ্ক্ষিত কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ ।
✅ ILO নির্ধারিত আন্তর্জাতিক মানদন্ড হওয়াই দেশে ও বিদেশে এর গ্রহণযোগ্যতা ।
Occupation/ Courses List:
Creative Graphic Design [National Skill Certificate Level 02 & 03]
Professional Web Development [National Skill Certificate Level 04 & 05]
Professional Digital Marketing [National Skill Certificate Level 04 & 05]
Search Engine Optimization for Freelancing [National Skill Certificate Level 04]
🔴 Apply Online: dipti.com.bd/ntvqf
Call / WhatsApp: 01713493233, 01713493187
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি),
ড্যাফোডিল প্লাজা, ৪/২ সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা-১২০৭।
ভিজিট করুনঃ http://dipti.com.bd/