Blog

গতানুগতিক সার্টিফিকেট নিয়ে চাকরির জন্য ঘুরপাক খাওয়া থেকে বাঁচতে একটু ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। খুঁজতে হবে যুগোপযোগী কর্মমুখী শিক্ষা। তবে প্রতিযোগিতামূলক বিশ্বে চাকরির সুযোগ খুব একটা সহজ বিষয় নয়। তাই প্রয়োজন এমন একটি বিষয়ে পড়াশোনা_ যেন শিক্ষাজীবন শেষ হওয়ার আগেই মনের মতো চাকরি পাওয়া যায়। ডিআইআইটি এক বছর মেয়াদি বিভিন্ন প্রফেশনাল কোর্সগুলোতে ছাত্রছাত্রী ভর্তির প্রক্রিয়া শুরু করেছে । কোর্সগুলো -ডিপ্লোমা-ইন-আর্কিটেকচারাল ভিজ্যুয়ালাইজেশন : ডিপ্লোমা-ইন-থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড ভিজ্যুয়াল এফএক্স এবং ডিপ্লোমা ইন ইন্টেরিয়র ডিজাইন। টিভি চ্যানেল ও অন্যান্য প্রতিষ্ঠানে প্রয়োজন রয়েছে আর্কিটেকচারাল ভিজ্যুয়ালাইজেশন, অ্যানিমেশন ও ইন্টেরিয়র ডিজাইন জানা প্রচুর দক্ষ জনবলের। তাই মাল্টিমিডিয়া ও ভিজ্যুয়াল অ্যানিমেশন সেক্টরের উত্তরোত্তর চাহিদা বৃদ্ধির কারণে কর্মপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ প্রফেশনাল তৈরি করার লক্ষ্যেই দীপ্তি প্রণয়ন করেছে উপরিউক্ত প্রফেশনাল কোর্সগুলো এ ছাড়া রয়েছে ৩-৬ মাস মেয়াদি থ্রিডি ম্যাক্স, মায়া, মাল্টিমিডিয়া, ম্যাক্রোমিডিয়া ফ্লাস, ভিডিও এডিটিং, অটোক্যাড, গ্রাফিক্স ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইনের ওপর সার্টিফিকেট কোর্স। কোর্সগুলো সম্পূর্ণভাবে ব্যবহারিক ক্লাসভিত্তিক যা সার্টিফাইড প্রফেশনাল প্রশিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। দীপ্তি পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের ড্যাফোডিল ফাউন্ডেশন বৃত্তি প্রদান করে থাকে। এ ছাড়া রয়েছে প্রশিক্ষকদের সার্বক্ষণিক ও সার্বিক তত্ত্বাবধানে নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্স সমাপ্তি, পরীক্ষা গ্রহণ ও ফলাফল মূল্যায়নের নিশ্চয়তা। নিয়মিত থিওরি ক্লাসের সঙ্গে পর্যাপ্ত প্রাকটিক্যাল ক্লাস ও কঠোরভাবে মাননিয়ন্ত্রণের কারণে এখান থেকে পাসকৃত ছাত্রছাত্রীদের কর্মজীবনে সফলতার হার শতভাগ। কোর্সগুলোর অন্য একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কোর্স শেষে বাধ্যতামূলক রিয়েল লাইফ প্রজেক্ট ওয়ার্ক ও ১-৩ মাস মেয়াদি ইন্টার্নশিপ যা একজন শিক্ষার্থীকে হাতে কলমে কাজ শিখতে সাহায্য করে। এ ছাড়া রয়েছে মেয়েদের জন্য ২৫% ছাড়। নূ্যনতম এসএসসি পাস যে কোনো বয়সের যে কেউ এ কোর্সগুলোতে ভর্তি হতে পারবে।

 

যোগাযোগ :
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি),
ড্যাফোডিল প্লাজা, ৪/২ সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা-১২০৭ ।
ফোন : ০১৭১-৩৪৯৩২৩৩, ০১৭১৩-৪৯৩১৮৭।