Blog

জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল (NHRDF) এর আর্থিক সহায়তায় ৩ মাস মেয়াদি ফ্রি কোর্স করে ক্যারিয়ার গড়ার সুযোগ।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) এর পরিচালনায় দেশ-বিদেশে দক্ষ জনশক্তি হিসেবে কাজ করার জন্য নিম্নলিখিত কোর্স সমূহে প্রশিক্ষণ গ্রহণের জন্য বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। আগ্রহী ও উপযুক্ত প্রার্থীদেরকে প্রশিক্ষণ কেন্দ্র থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে আগামী ২৭ জুলাই ২০২৩ খ্রিঃ এর মধ্যে আবেদন পত্র দাখিল করতে হবে।

কোর্সসমূহঃ
১. ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ পাইথন (NTVQF Level-4),
মেয়াদঃ ০৩ মাস (৩৬০ ঘণ্টা)
২. গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং (NTVQF Level-3),
মেয়াদঃ ০৩ মাস, (৩৬০ ঘণ্টা)
৩. এন্ড্রয়েড মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্ট (NTVQF Level-4),
মেয়াদঃ ০৩ মাস (৩৬০ ঘণ্টা)

ভর্তির নিয়মাবলীঃ
১। ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও প্রসংশাপত্র (মূল ও ফটোকপি), ও জাতীয় পরিচয়পত্র/অনলাইন জন্ম নিবন্ধন সনদপত্রের ফটোকপিসহ আবেদন করতে হবে।
২। আগ্রহী প্রশিক্ষণার্থীকে আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজ পত্র সংযুক্ত করে প্রশিক্ষণ প্রতিষ্ঠানে জমা দিতে হবে। প্রশিক্ষণ প্রতিষ্ঠান পরবর্তীতে নির্দিষ্ট দিনে মৌখিক পরীক্ষা/সাক্ষাৎকার গ্রহণের পর কোর্সের জন্য উপযুক্ত প্রশিক্ষণার্থী নির্বাচন করবে। প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে।
৩। সুবিধা বঞ্চিত, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, নারী এবং কর্মজীবীদের অগ্রাধিকার।
৩। প্রার্থীর অনলাইন ব্যাংক হিসাব নম্বর/বিকাশ/নগদ একাউন্ট থাকতে হবে।
৪। পূর্বে একই ধরনের কোর্সে রেজিস্ট্রেশন করা থাকলে আবেদন করতে পারবে না।
৫। প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর।
৬। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাঃ
৬.১। এন্ড্রয়েড মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্ট (NTVQF Level-4):- এইচ.এস.সি পাশ।
৬.২। ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ পাইথন (NTVQF Level-4) :- অষ্টম শ্রেণী পাশ।
৬.৩। গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং (NTVQF Level-3):-
৬.৩.১। এস এস সি পাশ এবং NTVQF Level-2 সার্টিফিকেট)।
অথবা, 2-বছরের পেশা প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা সহ এস এস সি পাশ বা সমমানের শংসাপত্র এবং NSDA-এর অনুমোদিত চ্যালেঞ্জ পরীক্ষায় উত্তীর্ণ।

প্রশিক্ষণার্থী বাছাইয়ের জন্য সাক্ষাতকারের তারিখ ও সময়:
২৮ জুলাই ২০২৩ খ্রিঃ সকাল ৯.০০ ঘটিকা।

সুবিধাসমূহঃ
১। প্রতিষ্ঠানের নিজস্ব প্লেসমেন্ট সেলের সহযোগিতায় দেশে-বিদেশে কর্মসংস্থানে সহায়তা।
২।প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ শেষে ৩ মাসে সর্বমোট ১০,৮০০/- (দশ হাজার আটশত) টাকা প্রশিক্ষণ ভাতা প্রদান।
৩।জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) হতে দক্ষতার সার্টিফিকেট প্রদান।

অনলাইন আবেদন লিংক: http://dipti.com.bd/nhrdf/

আবেদন ফরম সংগ্রহ, জমাদান এবং প্রশিক্ষণের স্থানঃ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি)
ড্যাফোডিল প্লাজা, ৪/২ সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা-১২০৭।
ফোন: 01713493233, 01847140108 ইমেইল: nhrdf@dipti.com.bd