Blog

করোনা ভাইরাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার কারণে এখন থেকে অনলাইনে ক্লাস নেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) এর বিভিন্ন বিভাগ।

রোববার (১৫ মার্চ) থেকে অনলাইনে ডেমো ক্লাস চালু করেছে দীপ্তির আইটি ও অ্যানিমেশনের ট্রেনিং বিভাগ ।

ঢাকার পান্থপথ ও কলাবাগান ক্যাম্পাসে অনলাইন ডেমো ক্লাস নিয়েছেন প্রতিষ্ঠানটির কোর্স  সমন্বয়ক সায়মা শহীদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। ডিটিআই এর একাডেমিক উপ-পরিচালক জনাব মোয়াজ্জেম হোসেন বলেন, করোনা ভাইরাস মানুষের সংস্পর্শে আসলে ছড়িয়ে যায়। সেজন্য অনেক শিক্ষার্থী ক্লাসে আসতে ভয় পান। শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে আমরা অনলাইন ক্লাসের কার্যক্রম শুরুর প্রস্তুতি আগে থেকেই নিয়ে রেখেছিলাম। যেহেতু শিক্ষা মন্ত্রণালয় ৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে তাই এখন থেকে অনলাইনেই ক্লাস হবে ডিটিআইতে। শিক্ষার্থীদের পড়লেখায় যেন ক্ষতি না হয় সেজন্য ডিটিআই ও ড্যাফোডিল ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান ড. মো. সবুর খান স্যার এর নির্দেশে এমন উদ্যোগ আগে থেকে নেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ এভাবে ক্লাস নেয়। এতে আমাদের শিক্ষার্থীরা বাসায় থেকেও ক্লাস করতে পারবে। ফলে তাদের একাডেমিক কার্যক্রম সচল থাকবে। তারা পিছিয়ে পড়বে না।