Blog


আপনি যদি মনে করেন, আপনার ভেতরে সৃজনশীলতা রয়েছে এবং উন্নত রুচি আছে, যা আপনাকে ভালো মানের ফিনিশিং বুঝতে সাহায্য করে। তাহলে ইন্টেরিয়র ডিজাইনিং পেশায় আপনার মত ব্যক্তির আজ খুব প্রয়োজন।

বাংলাদেশের উচ্চমধ্যবিত্ত সমাজ এখন শিক্ষিত ও সৌখিন। ঘর সাজাতে মানুষ এখন প্রায়ই প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইনিং ফার্মের কাছে যাচ্ছে। ঢাকা এবং ঢাকার বাইরে শহরগুলোতে এখন বাসা, অফিস বা দোকান/রেস্টুরেন্ট সাজাতে প্রতিনিয়তই ইন্টেরিয়র ফার্মের কাছে সার্ভিস নিচ্ছে।


এই সেক্টরে ব্যবসা করলে কম পুঁজিতে অনেক লাভ, চাকরিতেও রয়েছে ভালো বেতন। তাই আপনি যদি কোন নতুন ব্যবসা শুরু করতে চান বা খুঁজতে থাকেন একটি ভালো উপার্জনের সেইফ ক্যারিয়ার, তাহলে ইন্টেরিয়র ডিজাইনিং শেখা এখন প্রধান লক্ষ্য হওয়া উচিৎ আপনার।

 

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগঃ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল  প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি),
 ড্যাফোডিল প্লাজা, ৪/২ সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা-১২০৭।
ফোনঃ ০১৭১৩৪৯৩১৮৭ এবং ০১৭১৩৪৯৩২৩৩

Web: http://www.dipti.com.bd; For Online Registration: http://admission.dipti.com.bd/