ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) দেশের আর্থসামাজিক উন্নয়নের সাথে সম্পর্কিত বিভিন্ন সেক্টরের বিশেষায়িত বিষয়ের ওপর ২০০৪ সাল থেকে প্রশিণ প্রদান করে আসছে। প্রফেশনাল প্রশিণ প্রদানের মাধ্যমে দেশের শিতি বেকার যুবক/যুবমহিলাদের আত্মকর্মসংস্থানের উপযোগী হিসেবে গড়ে তুলতে দীপ্তি নিম্নলিখিত প্রফেশনাল কোর্স করাচ্ছে। প্রতি বছর চারটি সেশনে (মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর) এবং তিনটি শিফটে (সকাল/বিকেল/সান্ধ্যকালীন) এই ডিপ্লোমা প্রোগ্রামগুলোতে ভর্তি করা হয়। কোর্সগুলো হলো : ডিপ্লোমা-ইন-আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন, ডিপ্লোমা-ইন-থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড ভিজুয়াল এফ/এক্স এবং ডিপ্লোমা-ইন ইন্টেরিয়র ডিজাইন। বর্তমানে এ দেশে সম্প্রচারিত টিভি চ্যানেলের সংখ্যা ২৫-৩০টি এবং নতুন অনুমোদন পেয়েছে আরো ১১টি, এর সাথে প্রায় ৬০০টি রিয়েল এস্টেট কোম্পানিসহ ঢাকা ও বড় শহরগুলোতে রয়েছে অসংখ্য মাল্টিমিডিয়া প্রডাকশন হাউজ। এসব টিভি চ্যানেল ও অন্যান্য প্রতিষ্ঠানে প্রয়োজন রয়েছে আর্কিটেকচারাল ভিজ্যুয়ালাইজেশন, অ্যানিমেশন ও ইন্টেরিয়র ডিজাইন জানা দ জনবলের। তাই কর্মোপযোগী প্রশিণের মাধ্যমে দ প্রফেশনাল তৈরি করার ল্েযই দীপ্তি প্রণয়ন করেছে উপরি উক্ত প্রফেশনাল কোর্সগুলো। এ ছাড়াও রয়েছে তিন থেকে ছয় মাস মেয়াদি থ্রিডি ম্যাক্স, মায়া, মাল্টিমিডিয়া, ম্যাক্রোমিডিয়া ফাস, ভিডিও এডিটিং, অটোক্যাড, গ্রাফিক্স ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, অ্যাপারেল মার্চেন্ডাইজিং, কম্পিউটার প্রোগ্রামিং, ডাটাবেজ প্রোগ্রামিং, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের ওপর সার্টিফিকেট কোর্স। ওই কোর্সগুলো সম্পূর্ণভাবে ব্যবহারিক কাসভিত্তিক, যা সার্টিফাইড প্রফেশনাল প্রশিকদের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। কোর্সগুলোর বৈশিষ্ট্য হচ্ছে কোর্স শেষে বাধ্যতামূলক রিয়েল লাইফ প্রজেক্ট ওয়ার্ক ও এক থেকে তিন মাস মেয়াদি ইন্টার্নশিপ, যা একজন শিার্থীকে হাতে-কলমে কাজ শিখতে সাহায্য করে । এ ছাড়াও রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্স সমাপ্তি, পরীা গ্রহণ ও ফলাফল মূল্যায়নের নিশ্চয়তা। পর্যাপ্ত প্রাকটিক্যাল কাসের কারণে এখান থেকে পাসকৃত ছাত্রছাত্রীদের কর্মজীবনে সফলতার হার শতভাগ। এখান থেকে পাসকৃত ছাত্রছাত্রীরা ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালাইন্স, ঢাকা বিশ্ববিদ্যালয় ও দীপ্তি কর্তৃক যৌথ সনদ লাভ করে থাকে। এ ছাড়াও রয়েছে নিজস্ব জব পোর্টালের মাধ্যমে চাকরির সহায়তা। এখানে পাঠাগার, কম্পিউটার ল্যাব সমৃদ্ধ সুবিশাল ক্যাম্পাস রয়েছে। কর্মব্যস্তদের জন্য রয়েছে সান্ধ্যকালীন কাসের ব্যবস্থা। দীপ্তি পরিচালিত বিভিন্ন প্রশিণ কোর্সে দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের ড্যাফোডিল ফাউন্ডেশন বৃত্তি প্রদান করে থাকে। এ ছাড়াও মেয়েদের জন্য রয়েছে ২৫% ছাড়। ন্যূনতম এসএসসি পাস যেকোনো বয়সের যে কেউ এই কোর্সগুলোতে ভর্তি হতে পারবে।
যোগাযোগ :
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি),
ড্যাফোডিল প্লাজা, ৪/২ সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা-১২০৭
ফোন : ০১৭১৩-৪৯৩২৩৩, ০১৭১৩-৪৯৩১৮৭