৭৫% পর্যন্ত স্কলারশিপ এবং চাকুরীর সহায়তা শুধুমাত্র পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য!
‼শুধুমাত্র পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য‼
বিগত ১৫ বছরের ১ম থেকে ১৫তম ব্যাচ সমূহের ধারাবাহিক ও অভাবনীয় সফলতা ও ক্রমাগত চাহিদার কথা ভেবে এবং সর্বোপরি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমঃ ৭ম পর্ব শেষে ৮ম পর্ব – এর শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী ক্যারিয়ার নিশ্চিত করার লক্ষ্যে দেশের সর্ববৃহৎ এবং শীর্ষ আইটি প্রশিক্ষণ প্রদানকারি প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) শুরু করতে যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এ্যাটাচমেন্ট প্রোগ্রাম ২০১৯।
আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এর পাশাপাশি, আমরাই একমাত্র প্রতিষ্ঠান যারা ব্যক্তিগত ক্যারিয়ার মূল্যায়ন, অপরিহার্য চাকরির দক্ষতা এবং কর্মসংস্থানের সহায়তা নিশ্চিত করছি Job placement cell এর মাধ্যমে।
সুষ্ঠভাবে ইন্ডাস্ট্রিয়াল এ্যাট্যাচমেন্ট প্রোগ্রাম পরিচালনা, সম্পন্ন করার স্বার্থে এবং প্রশিক্ষণের গুনগত মান নিশ্চিত করার লক্ষ্যে আমরা নিম্নোক্ত সুবিধাদি প্রদান করছি।
আমাদের সুবিধা সমূহঃ
১. সর্বোচ্চ মানসম্মত ভেন্ডর সার্টিফাইড ট্রেইনার।
২. মানসম্মত ক্যারিয়ার গড়তে আপনাকে দক্ষ করে গড়ে তোলা।
৪. অত্যাধুনিক প্রযুক্তির কম্পিউটার এবং ইলেক্ট্রিক্যাল (অটোক্যাড) ল্যাব।
৫. প্রতি ব্যাচ-এ সর্বোচ্চ ২০ জন ছাত্র/ছাত্রী।প্রত্যেকের জন্য একটি করে কম্পিউটার।
৬. বিশেষ বৃত্তিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-তে প্রত্যেক শিক্ষার্থীর জন্য B.Sc করার সুবর্ণ সুযোগ।
আমাদের উদ্দেশ্যসমূহ (শিক্ষার্থীদেরকে নিয়ে):
১. বর্তমান প্রেক্ষাপটে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি তৈরী করা।
২. যুগোপযোগী ও অত্যাধুনিক প্রযুক্তির শ্রম বাজার সৃষ্টি।
৩. আত্মকর্মসংস্থানের জন্য উদ্দ্যোক্তা উন্নয়ন গাইড লাইন প্রদান।
৪. আর্ন্তজাতিক বাজারে আকর্ষনীয় বেতনের প্রযুক্তিগত চাকরির সুযোগ সৃষ্টি।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগঃ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি),
ড্যাফোডিল প্লাজা, ৪/২ সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা-১২০৭।
Contact: 01713493187, 01713493233
See the Flyer: http://dipti.com.bd/flyer/IA-flyer-DIPTI.pdf