প্রফেশনাল প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) দেশের আর্থসামাজিক উন্নয়নের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সেক্টরের বিশেষায়িত বিষয়ের ওপর ২০০৪ সাল থেকে প্রশিক্ষণ দিয়ে আসছে। প্রফেশনাল প্রশিক্ষণের মাধ্যমে দেশের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থানের উপযোগী হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধিভুক্ত ৬ মাসমেয়াদি বেসিক ট্রেড কোর্সগুলোয় ডিসেম্বর ২০১৬ সেশনে সরকার নির্ধারিত সীমিত সংখ্যক আসনে ছাত্রছাত্রী ভর্তি চলছে। কোর্সগুলো হলো_ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং, অটোক্যাড, ইন্টেরিয়র ডিজাইন, মোবাইল ফোন সার্ভিসিং, কম্পিউটার প্রোগ্রামিং, ডাটাবেজ প্রোগ্রামিং ও অ্যাপারেল মার্চেন্ডাইজিং। এ কোর্সগুলোর সিলেবাস প্রণয়ন, পরীক্ষা নিয়ন্ত্রণ, সার্টিফিকেট প্রদান প্রভৃতি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত। সার্টিফায়েড প্রফেশনাল প্রশিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে কোর্সগুলো পরিচালিত হয়ে থাকে। এ ছাড়া রয়েছে নিজস্ব জব পোর্টালের মাধ্যমে চাকরির সহায়তা ও ইন্টার্নশিপের ব্যবস্থা। সার্বক্ষণিক জেনারেটর, পাঠাগার, অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন আন্তর্জাতিক মানের কম্পিউটার ল্যাব সমৃদ্ধ ক্যাম্পাস, যা ছাত্রছাত্রীদের শিক্ষার পরিবেশকে করে নিশ্চিত ও যুগোপযোগী। কর্মব্যস্তদের জন্য রয়েছে সান্ধ্যকালীন ক্লাসের ব্যবস্থা। দীপ্তি পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের ড্যাফোডিল ফাউন্ডেশন বৃত্তি প্রদান করে থাকে। নূ্যনতম এসএসসি পাস যে কোনো বয়সের যে কেউ এ কোর্সগুলোতে ভর্তি হতে পারবে। প্রফেশনাল প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দীপ্তি গত ১০ বছরে শত শত বেকার যুবক-যুবতীকে কর্ম উপযোগী করে গড়ে তুলেছে, যাদের অনেকেই এখন নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে।
যোগাযোগ :
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি),
ড্যাফোডিল প্লাজা, ৪/২ সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা-১২০৭
। – See more at: http://bangla.samakal.net/2016/11/17/249802#sthash.WZ2WR3bn.dpuf