ড্যাফোডিল এ IT (BTEB Trade) কোর্সে ৭০% ছাড়ে ভর্তির সুযোগ
কোর্স শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সরকারি সার্টিফিকেট
|| আসন সংখ্যা সীমিত ||
বিস্তারিত জানতে যোগাযোগঃ 01713493187, 01713493233
সান্ধ্যকালীন যোগাযোগঃ 01713493187
Apply Online: http://bteb.dipti.com.bd/
কোর্স ফি ও বিস্তারিতঃ http://dipti.com.bd/flyer/BTEB-Flyer.pdf
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধিভূক্ত দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি ও প্রফেশনাল প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি)’তে দেশের শিক্ষিত বেকার যুবক/যুবমহিলাদের দক্ষ জনবল তথা আত্ম কর্মসংস্থানের উপযোগী হিসাবে গড়ে তুলতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধীভূক্ত ৬ মাস মেয়াদি নিম্নলিখিত বেসিক ট্রেড কোর্স সমূহে সরকার নির্ধারীত সীমিত সংখ্যক আসনে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ছাত্র-ছাত্রী ভর্তি চলছে।
কোর্সগুলি হলো ঃ
কম্পিউটার অফিস এপ্লিকেশন
গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া
হার্ডওয়ার এন্ড নেটওয়ার্কিং
অটোক্যাড
ইন্টেরিয়র ডিজাইন
কম্পিউটার প্রোগ্রামিং
ডাটাবেজ প্রোগ্রামিং
এই কোর্স গুলোর সিলেবাস প্রনয়ন, পরীক্ষা নিয়ন্ত্রন ও সার্টিফিকেট প্রদান প্রভৃতি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত। দীপ্তি পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে দরিদ্র ও মেধাবী ছাত্র/ছাত্রীদেরকে ড্যাফোডিল ফাউন্ডেশন বৃত্তি প্রদান করে থাকে।
ন্যুনতম এস.এস.সি পাশ যে কোন বয়সের যে কেউ এই কোর্স গুলোতে ভর্তি হতে পারবে । প্রফেশনাল প্রশিক্ষন প্রদানের মাধ্যমে দীপ্তি বিগত ১৫ বছরে হাজার হাজার বেকার যুবক/যুবমহিলাদের কর্মপযোগী করে গড়ে তুলেছে যাদের অনেকেই এখন স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। অগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফর্ম এ আবেদন করতে হবে।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগঃ
ড্যাফোডিল ইন্টারন্যশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি),
ড্যাফোডিল প্লাজা, ৪/২ সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা-১২০৭।
ফোনঃ 01713493233, 01713493187