Blog

৭৫% পর্যন্ত বৃত্তিতে সাপ্তাহিক ছুটির দিনে IT & Animation র্কোসে ভর্তি।

চাকুরিজীবী গৃহনিী, বভিন্নি কলজে-বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী যারা অন্যান্য দিনে র্কমব্যস্ততার কারনে অথবা যারা আর্থিক কারনে আইটিতে দক্ষতা উন্নয়নরে সুযোগ থেকে বঞ্চিত তাদের কথা বিবেচনায় দেশের র্শীষস্থানীয় তথ্যপ্রযুক্তি ও প্রফশেনাল প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফশেনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি), ড্যাফোডিল ফাউন্ডশেনরে আর্থিক সহায়তায় “Friday Special ICT Program” নামক একটি প্রকল্প হাতে নিয়েছে।

উক্ত প্রকল্পরে আওতায় নিম্ন লিখিত কোর্স সমুহে ৭৫% র্পযন্ত বৃত্তি প্রদান করা হবে। শুধুমাত্র শুক্রবারে ক্লাস হবে।

কোর্স গুলো হলো :

◘ 3D Animation
◘ Digital Marketing
◘ Networking Certification
◘ Professional Web Design
◘ Basic Computer Application
◘ Professional Graphics Design
◘ Motion Graphics with Video Editing
◘ SEO & Amazon Affiliate Marketing
◘ Professional Outsourcing Course
◘ Professional Web Development (PHP & MySQL)

নূন্যতম এসএসসি পাশ আথবা পরিক্ষার্থী যে কোন বয়সের যে কেউ এই কোর্স গুলোতে র্ভতি হতে পারবে । উক্ত র্কোসগুলি সর্ম্পূণ ভাবে ব্যবহারিক ক্লাস ভিত্তিক যা সার্টিফাইড প্রফশেনাল প্রশিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে প্রশিক্ষকদের সার্বক্ষনিক ও সার্বিক তত্ত্বাবধানে নর্দিষ্টি সময়রে মধ্যে র্কোস সমাপ্তি পরীক্ষা গ্রহণ ও ফলাফল মূল্যায়নের নিশ্চয়তা। প্রশিক্ষণ শেষে পরীক্ষার মাধ্যমে উর্ত্তীণ শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র প্রদান করা হবে। ভর্তিচ্ছুক ছাত্র/ছাত্রীদের মধ্য থেকে আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবীদের অগ্রাধকিার দেওয়া হবে। সঠিক ও নিরপেক্ষতা বজায় রেখে বাছাই প্রক্রয়িা সম্পন্ন করা হয়। উল্লেখিত কোর্স সমূহের জন্য নির্ধারিত সময়রে মধ্যে আবদেন পত্র উত্তোলন ও জমা দান করত।

 

যোগাযোগের ঠিকানা:
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফশেনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি)
ড্যাফোডিল প্লাজা, ৪/২ সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা-১২০৭ ।
ফোনঃ ০১৭১৩-৪৯৩১৮৭, ০১৭১৩-৪৯৩২৩৩