গ্রাফিক্স ডিজাইন বর্তমান সময়ে একটি জনপ্রিয় পেশা। যদি আপনার মাঝে ক্রিয়েটিভিটি থাকে আর স্বাধীনভাবে কাজ করতে চান তাহলে ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার হিসেবে গড়ে তুলতে পারেন নিজেকে। ব্যাপক চাহিদা থাকার কারণে একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনারের গ্রহণযোগ্যতা খুবই বেশি। গ্রাফিক্স ডিজাইনে আউটসোর্সিং বা প্রোডাক্ট বেইজড কাজ করতে হলে আপনাকে আন্তর্জাতিক মানের গ্রাফিক্স এর কাজ শিখতে হবে। নিজেকে আন্তর্জাতিক মানের ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলে শিখতে হবে প্রফেশনালদের কাছ থেকে, জানতে হবে নিত্য-নতুন কলা-কৌশল। আর এ লক্ষ্যেকে সামনে রেখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি‘তে ১২০ ঘন্টাব্যাপী ”𝗖𝗥𝗘𝗔𝗧𝗜𝗩𝗘 𝗚𝗥𝗔𝗣𝗛𝗜𝗖𝗦 𝗗𝗘𝗦𝗜𝗚𝗡 𝘄𝗶𝘁𝗵 𝗙𝗥𝗘𝗘𝗟𝗔𝗡𝗖𝗜𝗡𝗚“ কোর্সে ভর্তি চলছে।
‼ HOTLINE: 01713493233 ‼
‼ ক্লাস শুধুমাত্র শুক্র ও শনিবার সন্ধা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ‼
যে সকল সফটওয়্যার শিখানো হবেঃ
- 𝐀𝐝𝐨𝐛𝐞 𝐈𝐥𝐥𝐮𝐬𝐭𝐫𝐚𝐭𝐨𝐫 𝐂𝐂
- 𝐀𝐝𝐨𝐛𝐞 𝐏𝐡𝐨𝐭𝐨𝐬𝐡𝐨𝐩 𝐂𝐂
- 𝐀𝐝𝐨𝐛𝐞 𝐈𝐧𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 𝐂𝐂
গ্রাফিক্স ডিজাইনারের কাজের ক্ষেত্র:
১। লোগো ডিজাইন ২। ভিজিটিং কার্ড ডিজাইন ৩। ইউএক্স / ইউআই পিএসডি টেম্প্লেট ডিজাইন ৪। ওয়েব ব্যানার ডিজাইন ৫। বুক কভার ডিজাইন ৬। টি-শার্ট ডিজাইন ৭। পোস্ট কার্ড ডিজাইন ৮। বিজ্ঞাপন ডিজাইন ৯। আইকোন ডিজাইন ১০। ডিজিটাল ইমেজ প্রসেসিং ১১। ব্রুশিয়ার ডিজাইন ১২। মোবাইল অ্যাপ/ইউআই ডিজাইন ইত্যাদিসহ আরো অনেক কাজ পাওয়া যায়।
কোথায় জব/কাজ পাবেনঃ
– ফ্রিল্যান্স মার্কেটপ্লেস – বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান -পত্রিকা/ম্যাগাজিন/প্রকাশনা প্রতিষ্ঠান – অনলাইন মার্কেট প্লেইস – প্রিন্টিং এবং ডিজাইনিং প্রতিষ্ঠান – ওয়েব ডেভেলপিং প্রতিষ্ঠান
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগঃ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি),
ড্যাফোডিল প্লাজা, ৪/২ সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা-১২০৭।
ফোনঃ 01713493233, 01713493187