Blog

সময়ের সাথে সাথে ক্যারিয়ারের জন্য আইটি সেক্টর হয়ে উঠেছে তরুণ প্র্রজন্মের প্রথম পছন্দ। আইটি সেক্টরের বিভিন্ন ধরনের বিশেষায়িত শাখা যেমনÑ অ্যানিমেশন ও মাল্টিমিডিয়া, ইন্টেরিয়র ও আর্কিটেকচার, হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডেটাবেজ ম্যানেজমেন্ট, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, আউটসোর্সিং প্রভৃতি সেক্টরই সম্ভাবনাময়; কিন্তু দরকার বাস্তবমুখী শিার প্র্রায়োগিক মতা। এ েেত্র ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) সাফল্যের সাথে শিার্থীদের প্রফেশনাল প্রশিণ প্রদান, আত্মকর্মসংস্থানে সহায়তা ও দেশের আর্থসামাজিক উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখছে। দীপ্তি পরিচালিত কোর্সগুলো ব্যবহারিক কাসভিত্তিক, যা সার্টিফাইড প্রফেশনাল প্রশিকদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। কোর্সগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছেÑ কোর্স শেষে বাধ্যতামূলক রিয়েললাইফ প্রজেক্ট ওয়ার্ক ও এক-তিন মাস মেয়াদি ইন্টার্নশিপ, যা একজন শিার্থীকে হাতেকলমে কাজ শিখতে সাহায্য করে। এ ছাড়া রয়েছে প্রশিকদের সার্বিক তত্ত্বাবধানে নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্স সমাপ্তি, পরীা গ্রহণ ও ফলাফল মূল্যায়নের নিশ্চয়তা। নিয়মিত ও পর্যাপ্ত প্রাকটিক্যাল কাসে কঠোরভাবে মান নিয়ন্ত্রণের কারণে এখান থেকে পাস করা ছাত্রছাত্রীদের কোর্স শেষে চাকরির নিশ্চয়তা শত ভাগ। এখানে কর্মব্যস্তদের জন্য রয়েছে সান্ধ্যকালীন কাসের ব্যবস্থা। দীপ্তি পরিচালিত প্রশিণ কোর্সে দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের ড্যাফোডিল ফাউন্ডেশন বৃত্তি দিয়ে থাকে। ন্যূনতম এসএসসি পাস যেকোনো বয়সের যে কেউ এই কোর্সে ভর্তি হতে পারবে। দীপ্তিতে এক বছর মেয়াদি নি¤œলিখিত কোর্সে মার্চ ২০১৭ সেশনে সীমিতসংখ্যক আসনে ছাত্রছাত্রী ভর্তি চলছে। কোর্সগুলো হলোÑ ডিপ্লোমা-ইন-আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন, ডিপ্লোমা-ইন- থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড ভিজুয়াল এফ/এক্স, ডিপ্লোমা-ইন-ইন্টেরিয়র ডিজাইন, ডিপ্লোমা-ইন-হার্ডওয়্যার ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-ওয়েব অ্যান্ড ই-কমার্স, ডিপ্লোমা-ইন-সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এ ছাড়াও রয়েছে ৩-৬ মাস মেয়াদিÑ থ্রিডি ম্যাক্স, মায়া, মাল্টিমিডিয়া, ম্যাক্রো মিডিয়া ফাস, ভিডিওএডিটিং, অটোক্যাড, গ্রাফিক্স ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, অ্যাপারেল মার্চেন্ডাইজিং, কম্পিউটার প্র্রোগ্রামিং, ডাটাবেজ প্র্রোগ্রামিং, জুমলা-ওয়ার্ডপ্রেস, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি, সিসিএনএ, লিনাক্স, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, আউটসোর্সিংসহ বিভিন্ন কোর্সের সার্টিফিকেট কোর্স। প্রতি বছর চারটি সেশনে (মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর) এবং তিনটি শিফটে (সকাল/বিকেল/সান্ধ্যকালীন) এই ডিপ্লোমা প্র্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হয়।

যোগাযোগ :
দীপ্তি,
ড্যাফোডিল প্লাজা, ৪/২ সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা-১২০৭।
ফোন : ০১৭১৩৪৯৩১৮৭, ০১৭১৩৪৯৩২৩৩