Blog

অটোক্যাড (AutoCAD) হলো একটি পাওয়ারফুল ইঞ্জিনিয়ারিং ডিজাইন সফটওয়্যার । অটোক্যাড সফটওয়্যার এর মাধ্যমে আর্কিটেক্ট প্ল্যানার, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, গ্রাফিক ইঞ্জিনিয়ার, এমব্রডায়রি ডিজাইনার সহজেই তাদের সুবিধামত ড্রইং করতে পারেন।
সারা বিশ্বে বর্তমানে বড় বড় স্থাপনার ডিজাইন প্রথমে কম্পিউটারের অটোক্যাডের মাধ্যমে করা হয় এবং ঐ অনুযায়ী স্থাপত্য নির্মান করা হয়, ডিজাইন ও ইন্জিনিয়ারিং এর ক্ষেত্রে যে কোনো ছোট-বড় নিখুঁত বিষয় অটোক্যাড এর মাধ্যমে যাচাই করে নেওয়া হয় ফলে সময়, শ্রম ও অর্থের সাশ্রয় হয় বলেই সারাবিশ্বে বিশেষকরে মধ্যপ্রাচ্যে এর চাহিদা বেড়েই চলছে।
✅ কোর্সের বিশেষ সুবিধা সমুহঃ
⭕ অনলাইন/অফলাইন উভয় প্লাটফর্মে কোর্স করার সুযোগ।
⭕ প্রতিটি ক্লাস শেষে এসাইনমেন্ট জমা দেওয়া।
⭕ প্রতিটি ক্লাসের প্র্যাক্টিস ফাইল ও কনটেন্ট পাবেন।
⭕ ইন্ডাস্ট্রি অরিয়েন্টেড এক্সপার্ট ট্রেনিং।
⭕ কোর্স শেষে জব রিপ্লেসমেন্ট এর সুযোগ।
⭕ লাইভ ক্লাস সমূহের ভিডিও দেয়া হবে ।

✅ চাকরির ক্ষেত্রসমূহঃ
⭕ সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং শিল্পে।
⭕ বহুজাতিক ব্যবসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ডিজাইন বিভাগে।
⭕ পোশাক শিল্পসহ অন্যান্য শিল্পের ডিজাইন বিভাগে।
⭕ রিয়েল এস্টেট কোম্পানি, আর্কিটেকচার ফার্ম, এড ফার্মে ক্যাড অপারেটরের চাহিদা রয়েছে।
⭕ এছাড়া আপওয়ার্ক ও ফাইবারে অটোডেস্ক অটোক্যাড সর্ম্পকিত প্রচুর কাজ পাওয়া যায়।

♦ শুক্রবার পূর্ণ দিবস ভর্তি অফিস খোলা। ♦
🎯 ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি)
৬৪/৬, লেকসার্কাস, পান্থপথ (রাসেল স্কয়ার), কলাবাগান, ঢাকা-১২০৫
☎ HOTLINE: 01713493233, 01713493267