Blog

গ্রাফিক্স ডিজাইন বর্তমান সময়ে একটি জনপ্রিয় পেশা। এ কাজটি একই সাথে আনন্দদায়ক এবং সৃজনশীল। যদি আপনার মাঝে ক্রিয়েটিভিটি থাকে আর স্বাধীনভাবে কাজ করতে চান তাহলে ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার হিসেবে গড়ে তুলতে পারেন নিজেকে। বিস্তৃত কর্মক্ষেত্র আর তুমুল চাহিদা থাকার কারণে একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনারের গ্রহণযোগ্যতা খুবই বেশি। গ্রাফিক্স ডিজাইনে আউটসোর্সিং বা প্রোডাক্ট বেইজড কাজ করতে হলে আপনাকে আন্তর্জাতিক মানের গ্রফিক্স এর কাজ শিখতে হবে| নিজেকে আন্তর্জাতিক মানের ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলে পাড়ি দিতে হবে দীর্ঘ পথ, জানতে হবে নিত্য-নতুন কলা-কৌশল।

🔴 কোথায় জব/কাজ পাবেনঃ

✅ ফ্রিল্যান্স মার্কেটপ্লেস

✅ বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান

✅ পত্রিকা/ম্যাগাজিন/প্রকাশনা প্রতিষ্ঠান

✅ অনলাইন মার্কেট প্লেইস

✅ প্রিন্টিং এবং ডিজাইনিং প্রতিষ্ঠান

✅ ওয়েব ডেভেলপিং প্রতিষ্ঠান

🔵 যেসব বিষয়ে আপনাকে যত্নবান হতে হবেঃ

✅ অবশ্যাই ভালভাবে কাজ শেখা।

✅ নিজে থেকে কিছু করার চেষ্টা করা (ক্রিয়েটিভিটি)

✅ নিজেকে আপ-টু-ডেট রাখা

✅ প্রতিষ্ঠিত ডিজাইনারদের কাজ অনুসরণ করা

✅ কাজের স্যাম্পল টেম্পলেট/ পোর্টফলিও তৈরি করে রাখা

✅ নিজের মার্কেটিং করা 

🟣 একজন ফ্রিল্যান্স গ্রাফিক্স ডিজাইনার কেমন আয় করেন?

অয়ের বিষয়টি সম্পুর্ণ নির্ভর করে স্কিল এবং অভিজ্ঞতার উপর, একজন নতুন গ্রাফিক ডিজাইনার যেমন আয় করে একজন অভিজ্ঞ গ্রাফিক ডিজাইনার তার চেয়ে কয়েকগুন বেশি আয় করে। সাধারণত একজন নতুন (৬মাস-১বছর অভিজ্ঞতাসম্পন্ন) ফ্রিল্যান্স গ্রফিক ডিজাইনার অনলাইন মার্কেটপ্লেসে প্রতি ঘন্টায় ১০/২০ ডলার রেটে কাজ করেন এবং মাসে এভারেজ ৪০,০০০-৫০,০০০ টাকা আয় করতে পারেন। একজন কয়েক বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজাইনার প্রতি ঘন্টায় ২০/৬০ ডলার বা তারে বেশি টাকা আয় করতে পারেন মাসে লক্ষাধিক টাকা আয় করতে পারেন, বাংলাদেশে অনেক ডিজাইনার রয়েছেন যারা প্রতি মাসে লক্ষাধিক টাকা আয় করেন।

🏢 যেখানে পড়বেন:

ড্যাফোডিল ইন্টারন্যশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট

ড্যাফোডিল প্লাজা, ৪/২, সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা-১২০৭ 

🟣 কেন ড্যাফোডিল থেকে ডিপ্লোমা কোর্স করবেন?

✅ ভেন্ডর সার্টিফাইড ও ইন্ডাস্ট্রি এক্সপার্ট ট্রেইনার।

✅ অনলাইন/ অফলাইন উভয় এডুকেশন প্লাটফর্মে ক্লাস করার সুযোগ। 

✅ ৩টি শিফটে (সকাল/বিকাল/সান্ধ্যকালীন) ক্লাসের করার সুযোগ।

✅ ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার সুযোগ।

✅ BTEB, NTVQF এবং NSDA কর্তৃক সার্টিফাইড হওয়ার সুযোগ।

🖋 Apply Online: http://admission.dipti.com.bd/

☎ Call / WhatsApp: 01713493267, 01713493233